নিজস্ব সংবাদদাতা: ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি ঝাড়গ্রামের শিলদায় ইএফআর ক্যাম্পে মাওবাদী হানায় ২৪ জন জওয়ানের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় ওই বছরের মে দিবসে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয়েছিল বেলপাহাড়ির বাসিন্দা মাওবাদী নেতা বুদ্ধেশ্বর মাহাতোকে। ইতিমধ্যেই তাঁর ৩৬২টি ডায়ালিসিস হয়ে গিয়েছে। প্রেসিডেন্সি সংশোধনাগারের হাসপাতালই এখন তাঁর ঠিকানা। জেল কর্তৃপক্ষের দাবি, পরিস্থিতি বেগতিক দেখে মাত্র পাঁচ মিনিটের মধ্যে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করে এ যাত্রায় প্রাণে বাঁচানো গিয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রের খবর, ভাল নেই বুদ্ধেশ্বর। তাঁর ডায়ালিসিস চলছে।