নিজস্ব সংবাদদাতাঃ বুধবার ভারতীয় কোস্টগার্ডের সঙ্গে যৌথ অভিযানে গুজরাট অ্যান্টি টেররিস্ট স্কোয়াড গুজরাট উপকূলের কাছে আরব একটি পাকিস্তানি মাছ ধরার নৌকা থেকে ২০০ কোটি টাকা মূল্যের ৪০ কেজি হেরোইন উদ্ধার করেছে বলে খবর।
এমনটাই জানিয়েছেন এটিএসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। নৌকাটির ছয় জন পাকিস্তানি নাবিককেও আটক করা হয়েছে বলে জানান তিনি। কচ্ছ জেলার জাখাউ বন্দরের কাছে কোস্টগার্ড ও এটিএসের একটি যৌথ দল মাদক বহনকারী মাছ ধরার নৌকাটিকে মাঝ সমুদ্রে আটক করে বলে জানান ওই কর্মকর্তা।