নিজস্ব সংবাদদাতাঃ পূর্ব ইউক্রেনের খারকিভ থেকে রুশ বাহিনীকে বিতাড়িত করে প্রশংসায় ভাসছে ইউক্রেনীয় বাহিনী। এ ঘটনাকে ইউক্রেন যুদ্ধের একটি ‘টার্নিং পয়েন্ট’ হিসেবেও আখ্যায়িত করেছেন অনেকে। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন কী যুদ্ধের একটি টার্নিং পয়েন্টে পৌঁছেছে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এই প্রশ্নের উত্তর নেই। এর উত্তর দেওয়া কঠিন। এটা স্পষ্ট যে ইউক্রেনীয়রা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে আমি মনে করি এটি একটি দীর্ঘ প্রক্রিয়া হতে চলেছে।’