নিজস্ব সংবাদদাতাঃ বিতর্কের আবহে বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমেনের পাশে দাঁড়াল নয়াদিল্লি। কুটনীতির মঞ্চে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিয়ে, বাংলাদেশের বিদেশমন্ত্রীকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর।মঙ্গলবার বাংলাদেশের বিদেশমন্ত্রী মোমেনের সঙ্গে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী। তখনই জয়শংকরের নৈশভোজের আমন্ত্রণ পৌঁছে দেন তিনি। বাংলাদেশের বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, চলতি মাসে রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশন হবে। অধিবেশনের ফাঁকে ২২ সেপ্টেম্বর একটি নৈশভোজের আয়োজন করবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। সেখানেই আমন্ত্রিত হয়েছেন মোমেন। সংশ্লিষ্ট মহলের মতে, এই আমন্ত্রণ ভারত-বাংলাদেশ কূটনীতির পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইঙ্গিতবহ। দিল্লি যে ‘বন্ধু’ মোমেনের পাশেই আছে সেই বার্তাই দেওয়া হয়েছে এভাবে।