নিজস্ব সংবাদদাতাঃ অত্যাধুনিক ট্যাংক চেয়ে জার্মানির কাছে আবেদন করে ইউক্রেন। কিন্তু বার্লিন বিষয়টি উপেক্ষা করেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। মঙ্গলবার মিত্র দেশের বিরুদ্ধে অভিযোগ আনেন তিনি।ইউক্রেনকে অত্যাধুনিক যুদ্ধের ট্যাংক দিতে সোমবার অস্বীকৃতি জানান জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেখট। কিয়েভের এই অনুরোধ প্রত্যাখ্যানের কথা জানান তিনি। প্রতিরক্ষামন্ত্রী বলেন, "ইউক্রেনকে এখন পর্যন্ত কোনও দেশে পশ্চিমা নির্মিত লড়াইয়ের সামরিক যান বা যুদ্ধের ট্যাংক দেয়নি। আমরা মিত্রদের সঙ্গে একমত হয়েছি জার্মানি একতরফাভাবে এমন কোনও পদক্ষেপ গ্রহণ করবে না।"
কুলেবা বলেন, ‘জার্মানির ইঙ্গিত খুবই হতাশাজনক যে যখন দেশের মানুষকে মুক্ত করা এবং গণহত্যা বন্ধ করতে ইউক্রেনের প্রয়োজন লেপার্ড ট্যাংক ও মার্ডার পদাতিক যুদ্ধযান।’ তিনি কড়া ভাষায় আরও লিখেছেন, কেন এই অস্ত্রগুলো সরবরাহ করা যাবে না, তার কোনও যৌক্তিক যুক্তি নেই। এটা শুধু ভয় ও অজুহাত। বার্লিন কি ভয় পায় যেটা কিয়েভ পায় না?