আলমারির বোটকা গন্ধ দূর করুন

author-image
Harmeet
New Update
আলমারির বোটকা গন্ধ দূর করুন

​নিজস্ব সংবাদদাতাঃ  আমাদের প্রত্যেকেরই একটা করে বিশেষ ড্রয়ার থাকে যেখানে আমরা আমাদের অন্তর্বাস রাখি। কিন্তু অনেক সময়েই আলমারির এই সেকশনটিতে একটু বোটকা গন্ধ হয়। সেক্ষেত্রে কিন্তু আপনার পুরনো পারফিউম  দারুণ কাজে আসতে পারে। আপনি আপনার শেলফ লাইফ পার হয়ে যাওয়া পারফিউম দিয়ে ডি আই ওয়াই স্যাশে তৈরি করে নিতে পারেন এবং যেখানে অন্তর্বাস রাখেন, সেখানে এই স্যাশে রেখে দিতে পারেন। কয়েকটি তুলোর বল অথবা কটন প্যাডে একটু পারফিউম স্প্রে করে নিন এবং আলমারিতে রেখে দিন। অন্তর্বাস সহ অন্যান্য পোশাকেও সুন্দর গন্ধ লেগে থাকবে।