বাসে চড়ে রানির শেষকৃত্যে রাষ্ট্রপ্রধানরা! বিতর্ক তুঙ্গে

author-image
Harmeet
New Update
বাসে চড়ে রানির শেষকৃত্যে রাষ্ট্রপ্রধানরা! বিতর্ক তুঙ্গে

নিজস্ব সংবাদদাতাঃ হেলিকপ্টার বা বিশেষ বাহন নয়, রানি এলিজাবেথের শেষকৃত্যে বাসে চেপে যেতে হবে রাষ্ট্রপ্রধানদের। শুধু তাই নয়, লন্ডন আসতে সাধারণ বাণিজ্যিক বিমান ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে তাঁদের বলেও খবর। ‘প্রটোকল ভেঙে’ ব্রিটিশ সরকারের এহেন পদক্ষেপে শুরু হয়েছে বিতর্ক। ব্রিটেনের ‘ফরেন কমনওয়েল্থ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস’-এর এক আধিকারিক জানিয়েছে, ১৯ সেপ্টেম্বর রানির শেষকৃত্যে যোগ দিতে বিদেশ থেকে প্রায় ৫০০ জন অতিথি আসবেন। প্রায় ছয় দশক পর এত বড় অনুষ্ঠানের প্রস্তুতিতে প্রবল তোড়জোড় শুরু হয়েছে। ভিন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ও অন্যান্য প্রতিনিধি যাঁরা আসবেন, তাঁদের আতিথেয়তা ও নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। রানির শেষকৃত্যে অতিথিদের পৌঁছনোর ব্যবস্থা করতে বিপুল আয়োজন করা হয়েছে। 



সূত্রে খবর, ব্রিটেনের বিদেশমন্ত্রক এক চিঠিতে জানিয়েছে, ১৯ সেপ্টেম্বর রানির শেষকৃত্যের অনুষ্ঠানে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে যাওয়ার জন্য হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন না কোনও রাষ্ট্রপ্রধান। এমনকি সকলকে দেওয়া যাবে না ব্যক্তিগত গাড়িও। তাই পশ্চিম লন্ডনের এক অজ্ঞাত স্থান থেকে তাঁদের সকলের জন্য থাকছে বিশেষ বাসের ব্যবস্থা। সেটিতে চড়েই রানির শেষকৃত্যে অংশ নিতে যাবেন পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা সব বিদেশি অতিথি।লন্ডনে নিযুক্ত এক রাষ্ট্রদূত কটাক্ষ করে নাকি বলেছেন, “আপনারা ভাবতে পারছেন, বাসে চেপে যাবেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন!” তবে সূত্রের খবর, বাইডেনের ক্ষেত্রে ছাড় দিয়েছে ডাউনিং স্ট্রিট। নিজর বিমান ‘এয়ারফোর্স ওয়ান’-এ চড়েই আসবেন মার্কিন প্রেসিডেন্ট। শুধু তাই নয়, নিজের গাড়ি ‘বিস্ট’-এ চড়েই ওয়েস্টমিনস্টার অ্যাবেতে যাবেন তিনি।