নিজস্ব প্রতিনিধি-বৃশ্চিক রাশি-ব্যবসায়ে কর্মচারী অসন্তোষে বাধা।ধর্মাচরণ হবে।বাক্য ও ব্যবহারে সতর্ক হন।
ধনু রাশি-ব্যবসায়ে লাভ ও উপার্জন বাড়বে।মানসিক অস্থিরতায় মনে হতাশা।সন্তানের জন্য চিন্তা।
মকর রাশি-কোনও গুরুজনের স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধি।কর্মস্থলে বাধা থাকলেও ব্যবসায়িক শুভত্ব বজায় থাকবে।
কুম্ভ রাশি -বন্ধু বা কুটম্বের শত্রুতায় মনে অশান্ত ভাব।ভুল অর্থলগ্নিতে ক্ষতির আশঙ্কা।শরীরে আঘাত যোগ।
মীন রাশি-কর্মে সাফল্য ও কর্মস্থলে সুনাম, প্রশংসা।সন্তানের আবদার মেটাতে ব্যয় বৃদ্ধি। রোগের বৃদ্ধি।