শিশু চোর সন্দেহে সাধুদের গণপিটুনি গ্রামবাসীর

author-image
Harmeet
New Update
শিশু চোর সন্দেহে সাধুদের গণপিটুনি গ্রামবাসীর

নিজস্ব সংবাদদাতাঃ শিশু চোর সন্দেহে একাধিক সাধুকে গণপিটুনি দিল গ্রামবাসী। জানা গিয়েছে, মহারাষ্ট্রের সাঙ্গলিতে ৪ সাধুকে বেধড়ক মারধর করে গ্রামবাসী বলে খবর। মহারাষ্ট্রের সাঙ্গলিতে শিশু চোর হওয়ার অপরাধে চার সাধুকে বেধড়ক মারধর করে স্থানীয় লোকজন। ঘটনাটি ঘটেছে জাট তহসিলের লাউয়াঙ্গা গ্রামেউমদি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সাধুদের মতে, তারা ইউপির মথুরা থেকে কর্ণাটক দেবদর্শনের উদ্দেশ্যে এসেছিল, যেখান থেকে এই লোকেরা পান্ধরপুরে দর্শনের জন্য রওনা হয়েছিল। রাতে গ্রামের একটি মন্দিরে থাকতেন। পরের দিন সকালে সাধুরা একটি শিশুর কাছে রাস্তার ব্যাপারে জিজ্ঞাসা করেন। এদিকে এহেন দৃশ্য দেখে গ্রামবাসীরা ভেবেছিলেন, ওই সাধুরা শিশু চোর। যার পর লাঠি ও লাঠি দিয়ে বেধড়ক মারধর শুরু করেন গ্রামবাসীরা। এই সাধুরা মথুরার শ্রী পঞ্চমামা জুনা আখড়ার অন্তর্গত। ভুল বোঝাবুঝির কারণে ঘটে যাওয়া ঘটনার সাথে সম্পর্কিত কোনও অভিযোগ বা এফআইআর দায়ের করা হয়নি। শুধু ডায়েরিতে লিপিবদ্ধ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর সাধুরা পান্ধরপুরের উদ্দেশ্যে রওনা দেন।