আহত পঞ্চায়েতের প্রধান, হাসপাতালে দেখতে গেলেন মানস ভুঁইয়া-সহ তৃণমূল নেতারা

author-image
Harmeet
New Update
আহত পঞ্চায়েতের প্রধান, হাসপাতালে দেখতে গেলেন মানস ভুঁইয়া-সহ তৃণমূল নেতারা

দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ বিজেপির নবান্ন অভিযানের দিন সকাল থেকেই হলদিয়া মেছেদা ৪১ নম্বর জাতীয় সড়কে সোনাপেতা টোল প্লাজাতে পুলিশ বিজেপির গাড়িকে আটকেছিল। নবান্ন অভিযানের জন্য বিজেপির কোনও অনুমতি ছিল না বলে জানা গিয়েছিল। তাই পুলিশ বিজেপির গাড়ি আটকে দেয়। সেই সময় বিজেপির কর্মী-সমর্থকরা ক্ষিপ্ত হয়ে পথ অবরোধ করে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স ছিঁড়ে দেয় বলে অভিযোগ। সেই সময় শহীদ মাতঙ্গিনী ব্লকের রঘুনাথপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান তারক জানা প্রতিবাদ করেন। প্রতিবাদ করায় বেধড়ক মারধর করা হয় তারক জানাকে। আশঙ্কাজনক অবস্থায় পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খবর পেয়ে মানস ভুঁইয়া, সৌমেন মহাপাত্র, বিপ্লব রায়চৌধুরী-সহ একাধিক নেতৃত্বকে তমলুক জেলা হাসপাতালে যাওয়ার কথা বলেন। সেই মতো তমলুক জেলা হাসপাতালে রঘুনাথপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান তারক জানাকে দেখতে আসেন মানস ভুঁইয়া, সৌমেন কুমার মহাপাত্র, মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, বিধায়ক সুকুমার দে, বিধায়ক তিলক চক্রবর্তী, তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়-সহ তৃণমূলের নেতৃত্ব। চিকিৎসকদের সুচিকিৎসা করার পরামর্শ দেন তৃণমূলের নেতারা।