নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেস বিধায়করা মঙ্গলবার বাদল অধিবেশনের উদ্বোধনী দিনে মধ্যপ্রদেশ বিধানসভার একটি গেটে রসুনের বস্তা ফেলে দেন, রাজ্য বিজেপি সরকার ফসলের পর্যাপ্ত দাম না পাওয়া কৃষকদের প্রতি উদাসীন বলে অভিযোগ করে। এদিন কাঁধে রসুনের বস্তা নিয়ে আসা বিধায়কদের বিধানসভার গেটে থামানো হয় এবং তারা গেটে রসুন ছুড়ে বিক্ষোভ দেখান। আন্দোলনকারী নেতারা বলেন, 'সরকারের উচিত কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে রসুন কেনা'।
কংগ্রেস বিধায়করা অভিযোগ করেছেন যে ক্ষমতাসীন বিজেপির কাছে বিধায়কদের কেনার টাকা আছে কিন্তু কৃষকদের চাষ করা রসুন কেনার জন্য অর্থ ছিল না।