লাইনচ্যূত মালগাড়ির ইঞ্জিন, জাতীয় সড়কে যানজট

author-image
Harmeet
New Update
লাইনচ্যূত মালগাড়ির ইঞ্জিন, জাতীয় সড়কে যানজট

নিজস্ব সংবাদদাতা, পাণ্ডবেশ্বর : রেল ফটকের সামনে মাল গাড়ির ইঞ্জিন লাইনচ্যূত হওয়ায় যানজট তৈরি হয়েছে পাণ্ডবেশ্বরের ৬০ নম্বর জাতীয় সড়কে ।


রেল সূত্রে জানা গিয়েছে, কয়লা পরিবহনের জন্য পাণ্ডবেশ্বর রেলস্টেশন থেকে ডালুরবাধ পর্যন্ত রয়েছে রেললাইন। এই লাইনে মঙ্গলবার সকাল দশটা নাগাদ ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর থাকা রেল ফটকের সামনে মাল গাড়ির একটি ইঞ্জিন লাইনচ্যূত হয়। ফলে বন্ধ হয়ে যায় জাতীয় সড়কের উপর যানবাহন চলাচল। পাণ্ডবেশ্বর রেলস্টেশনের স্টেশন মাস্টার মনোজ কুমার সিং জানান, ডালুরবাধ রেল সাইডিং থাকা অন্য একটা ইঞ্জিনকে আনতে ওপর একটি ইঞ্জিন যাচ্ছিল । সেই সময় জাতীয় সড়কের উপর রেল ফটকের সামনে ইঞ্জিনটি লাইনচ্যূত হয় । খবর পেয়েই রেল আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছেন। পরে আসানসোল থেকে বিশেষ যন্ত্র নিয়ে ঘটনাস্থলে আসেন আধিকারিকরা । ইঞ্জিনটি ফের লাইনে তুলতে কয়েক ঘণ্টা সময় লাগবে বলে মনোজ কুমারবাবু জানান । এদিকে রেল ফটক বন্ধ থাকার কারণে দুই পাড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে তৈরি হয় দীর্ঘ যানজট। বেলা আড়াইটা নাগাদ শেষ খবর পাওয়া পর্যন্ত ইঞ্জিনটি লাইনে তোলার কাজ চলছে বলে জানা গিয়েছে ।