নাকা চেকিং-এ আটক ওভারলোডেড বালির গাড়ি

author-image
Harmeet
New Update
নাকা চেকিং-এ আটক ওভারলোডেড বালির গাড়ি

​নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ  নাকা চেকিং-এ ওভারলোডেড বালির গাড়ি আটক করল গুড়গুড়িপাল থানার পুলিশ। জুলাই মাসের প্রথম সপ্তাহে বালি খাদান গুলিতে হানা দেয় পুলিশ ও ভূমি দফতরের আধিকারিকরা। বাজেয়াপ্ত করা হয়  বালি তোলার জন্য  অবৈধভাবে ব্যবহৃত নৌকা মেশিন। আটক করা হয় বহু বালির গাড়ি। তারপরই জেলা প্রশাসনের নির্দেশে জেলার বিভিন্ন জায়গায় চলছে পুলিশের নাকা চেকিং। আর সেই নাকা চেকিংয়ে আটকে পড়লো ওভারলোডেড বালির গাড়ি। সোমবার ও মঙ্গলবার বেশ কয়েকটি গাড়ি আটক করে গুড়গুড়িপাল থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, যে সমস্ত গাড়ি গুলিকে আটক করা হয়েছে, তাতে অতিরিক্ত বালি বোঝাই ছিল। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মেদিনীপুর গ্রামীণের কঙ্কাবতীর নাকা চেকিংয়ে প্রত্যেকটি বালি গাড়িকে দাঁড় করিয়ে তাদের বৈধ কাগজপত্র দেখেন পুলিশকর্মীরা। সঠিক কাগজপত্র না থাকলে তাদের আটক করা হচ্ছে। যার জেরে বালির গাড়িগুলি ওভারলোড নেওয়া বন্ধ করেছে। অনেক সময় পুলিশের চেকিং-এর ফলে রাস্তার ধারে বোঝাই করা অতিরিক্ত বালি ফেলে দিচ্ছেন লরি চালকরা। তবে সাধারণ মানুষ খুশি ওভারলোডেড বালি গাড়ি বন্ধ হওয়ায়।