নিজস্ব সংবাদদাতা, জামুড়িয়াঃ আসানসোল দুর্গাপুর কমিশনারেটের অন্তর্গত জামুড়িয়া থানায় সমস্ত দুর্গাপূজা কমিটি নিয়ে একটি প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়। সভায় জামুড়িয়া এলাকার সকল পূজা কমিটি অংশ নেয়, এবং পূজা কমিটিকে যে সকল নিয়ম মেনে চলতে হবে সে বিষয়ে পুলিশ প্রশাসনের তরফে বিস্তারিত ভাবে জানানো হয়। যেখানে এসিপি সেন্ট্রাল শ্রীমন্ত ব্যানার্জী জানান দুর্গাপূজার কারণে ডিজে সাউন্ড নিষিদ্ধ থাকবে ,সমস্ত পূজা কমিটিকে স্বেচ্ছাসেবকদের তালিকা থানায় জমা দিতে হবে , দুর্গাপূজার সময় মদ নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছে প্রশাসন। জামুড়িয়ায় আলাদা ইতিহাস আছে, তবে সব উৎসবই দুর্গাপূজা, মহরম, দীপাবলি, ঈদ, ছট পূজা, সবাই মিলে ভাই চরিয়ে উদযাপন করে। সব আখড়াকে নির্দেশ দেওয়া হয়েছিল লাঠি ছাড়া আখড়ায় কোনো অস্ত্র ব্যবহার করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন দিয়ে আখড়া বন্ধ করতে হবে।
অন্য দিকে জামুড়িয়া থানার সব ব্যাবসায়ীদের সতর্ক করা হয়েছে। তাদের দোকানের নিরাপত্তা কঠোরভাবে মনিটরিং করতে বলা হয়েছে , স্বর্ণের দোকান, পেট্রোল পাম্প, সব সরকারি-বেসরকারি ব্যাঙ্ককে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক থাকতে বলা হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে যা যা সাহায্য করা হবে তা অবিলম্বে দেওয়া হবে । দুর্গা পূজার সময় সভাস্থলের সব এলাকায় পুলিশের কড়া নজরদারি থাকবে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিপি সেন্ট্রাল শ্রীমন্ত ব্যানার্জী, থানার ভারপ্রাপ্ত অধিকারী রাহুল দেব মন্ডল, চুরুলিয়া ইনচার্জ বিশ্বজিৎ রায়, শ্রীপুর ফাড়ি ইনচার্জ শেখ জিয়াউদ্দিন, সাব ইন্সপেক্টর শীর্ষেন্দু দাস প্রমুখ।