ইস্তাম্বুলে উইঘুর, তুর্কিরা চীনে 'ক্ষুধা গণহত্যার' বিরুদ্ধে বিক্ষোভ করছে

author-image
Harmeet
New Update
ইস্তাম্বুলে উইঘুর, তুর্কিরা চীনে 'ক্ষুধা গণহত্যার' বিরুদ্ধে বিক্ষোভ করছে

নিজস্ব সংবাদদাতাঃ  ইস্তাম্বুলের উইঘুর এনজিওগুলো সোমবার কোভিড-১৯ মহামারী নিয়ন্ত্রণের অজুহাতে চীনের 'হাঙ্গার জেনোসাইড'-এর বিরুদ্ধে সারিয়ার জেলার চীনা কনস্যুলেটের কাছে বিক্ষোভ প্রদর্শন করে এবং কোভিড-১৯ কেসের ঊর্ধ্বগতির বিরুদ্ধে সতর্কতা হিসেবে পূর্ব তুর্কিস্তানের বিভিন্ন এলাকায় লকডাউন জারি করে। জানা গিয়েছে, বৃষ্টি সত্ত্বেও সকাল ১১টার দিকে নারী ও শিশুসহ প্রায় ৩,০০০-৩,৫০০ বিক্ষোভকারী সারিয়ার জেলার চীনা কনস্যুলেটের বাইরে জড়ো হয়। বিক্ষোভে বক্তারা ছিলেন পূর্ব তুর্কিস্তান জাতীয় পরিষদের সভাপতি, উইঘুর ধর্মীয় পণ্ডিতদের সহ-সভাপতি সাইত তুমতুর্ক, পূর্ব তুর্কিস্তান ফেডারেশনের নেতা মাহমুদ ক্যান, মাহমুদ এমিন দামোল্লাহ, সক্রিয় আইনজীবী জেভলান শিরমেমেট, কিছু শিক্ষাবিদ ও সাংবাদিক। তারা কোভিড মহামারী নিয়ন্ত্রণের প্রচেষ্টার ছদ্মবেশে পূর্ব তুর্কিস্তানে চীনের ক্ষুধা গণহত্যার নীতির নিন্দা জানিয়েছে।