নিজস্ব সংবাদদাতাঃ ব্রিটিশ সরকার জনগণকে বলছে, রানী এলিজাবেথের কফিন বুধবার লন্ডনে নিয়ে যাওয়ার পথে অপেক্ষা না করতে বা ক্যাম্প না করতে। সরকারি নির্দেশনায় সরকারের পক্ষ থেকে বলা হয়, যারা আগে থেকে ওই রুটে যাবেন তাদের সরে যেতে বলা হতে পারে। বুধবার সকাল ৯টা ২২ মিনিটে একটি আনুষ্ঠানিক শোভাযাত্রা কফিনটি বাকিংহাম প্যালেস থেকে পার্লামেন্টের হাউজের ওয়েস্টমিনস্টার হলে নিয়ে যাবে, যেখানে তিনি রাজ্যে শুয়ে থাকবেন বলে জানিয়েছে ডিজিটাল, সংস্কৃতি, মিডিয়া ও ক্রীড়া বিভাগ। রানীর কফিন বর্তমানে এডিনবার্গের সেন্ট জাইলস ক্যাথিড্রালে রয়েছে এবং মঙ্গলবারের পরে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। রানী বুধবার থেকে ১৯ সেপ্টেম্বর, সোমবার পর্যন্ত রাজধানীতে অবস্থান করবেন।