সুদীপ ব্যানার্জী, দার্জিলিং: ১৯৮৬র গোর্খাল্যান্ড আন্দোলনের শহিদদের শ্রদ্ধাঞ্জলি গোর্খা জনমুক্তি মোর্চা সভাপতি অনিত থাপার। এদিন দার্জিলিংয়ের ভানু ভবনে শহিদদের স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন গোর্খা জনমুক্তি মোর্চার নতুন সভাপতি অনিত থাপা। পুষ্পাঞ্জলি অর্পনের পাশাপাশি শহিদদের খাদা পরিয়েও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সুভাষ ঘিসিংয়ের সময় ১৯৮৬ সালে পাহাড়ে গোর্খাল্যান্ড আন্দোলন হয়েছিল। এই আন্দোলনে ১২০০ পাহাড়বাসি শহিদ হয়েছিল। তাদের স্মরণে প্রতিবছর ২৭ শে জুলাই শহীদ দিবস পালন করা হয়। অনিত থাপা বলেন, "৮৬ সালে গোর্খাল্যান্ড আন্দোলনে যারা শহিদ হয়েছিল তাদের সবাইকে প্রতিবছর এই দিনে শ্রদ্ধা জানাতে শহিদ দিবস পালন করে থাকি। কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, মিরিক সব জায়গায় দিনটি পালন করা হয়। এদিন গোখা জনমুক্তি মোর্চা ছাড়াও পাহাড়ের সমস্ত রাজনৈতিক দলের তরফেও বিভিন্ন জায়গা শহিদ বেদিতে পরম শ্রদ্ধার সাথে শহিদদের পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।“