নিজস্ব সংবাদদাতা: পুজোর মধ্যে একদিনের জন্য অল্প খরচে কোথাও থেকে ঘুরে আসতে চাইছেন? তবে বুঝতে পারছেন না কোথায় যাবেন? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য।
পুজোর মধ্যে একদিনের ভ্রমণের জন্য অন্যতম সেরা স্থান হয়ে উঠতে পারে নবদ্বীপের জল মন্দির। এখানে আপনার মন আধ্মাত্মিক শান্তিতে ভোরে উঠবে। এছাড়াও এই মন্দিরের আশেপাশে রয়েছে আরও বেশ কিছু মন্দির। যা আপনি পায়ে হেঁটেই ঘুরতে পারবেন। এছাড়াও সকাল সকাল আসলে নবদ্বীপের সবকটি বড় ও বিখ্যাত মন্দিরই একদিনের ভ্রমণে ঘুরে দেখা সম্ভব। সেক্ষেত্রে একটি টোটো বুক করে নিলে টোটো চালক আপনাকে সমস্ত মন্দির ঘুরিয়ে দেখিয়ে দেবে।
খরচ- জল মন্দির ভ্রমণের জন্য মাথাপিছু ২০০ টাকা খরচ পড়বে। গোটা নবদ্বীপ ভ্রমণের ক্ষেত্রে টোটো বুক করলে ৩৫০ থেকে ৪০০ টাকা লাগবে। বাকি খাওয়া খরচ আপনার ওপর। নবদ্বীপের বিভিন্ন মন্দিরে দুপুরে অন্ন প্রসাদ গ্রহণ করতে পারবেন সামান্য কিছু টাকার বিনিময়ে।
যাত্রাপথ- হাওড়া বা শিয়ালদহ থেকে ট্রেনে ব্যান্ডেল হয়ে নবদ্বীপ স্টেশনে আসতে পারবেন। সেখান থেকে টোটো বুক করে নিন।