দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : সবং ব্লকে কৃষক বাজারে রাজ্য সরকারের কৃষিজাত বিপনন মন্ত্রী মাননীয় বেচারাম মান্নার হাত ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সুফল বাংলা স্টলের শুভ উদ্বোধন হল, যেখানে নিত্যপ্রয়োজনীয় পরিশুদ্ধ জিনিসপত্র সুলভ মূল্যে পাওয়া যাবে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলসম্পদ উন্নয়ন ,অনুসন্ধান ও পরিবেশ মন্ত্রী ডঃ মানস ভূঁইয়া। প্রাক্তন বিধায়ক গীতা রানী ভূঁইয়া সহ বি.ডি.ও তুহিন শুভ্র মাহান্তী,ও.সি সুব্রত বিশ্বাস,বিকাশ ভূঁইয়া ও সেক আবুকালাম বকস্ ও অন্যান্য কর্মাধ্যক্ষগণ ও সরকারি আধিকারিকরা।
সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি দফতরের কর্মাধ্যক্ষ তরুণ মিশ্র। মন্ত্রী বেচারাম মান্না তার বক্তব্যে বলেন, 'কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চিত করে অর্থনৈতিকভাবে দুর্বল করতে চাইছে। তার মধ্যে থেকেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দৃঢ়তার সঙ্গে পদক্ষেপ নিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে সুফল বাংলা স্টল তৈরি করে সুলভ মূল্যে সমন্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করার লক্ষ্যে ৫৫টি স্টল তৈরি করেছেন। আজ তার একটি স্টল বাড়জীবন কৃষক বাজারে স্থাপন হল।' মন্ত্রী মানস ভূঁইয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী বেচারাম মান্নাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান কৃষক বাজারে সুফল বাংলা উপহার দেওয়ার জন্য। সেই সঙ্গে সমালেোচনা করেন বিজেপির।