হরি ঘোষ, জামুড়িয়া: পোস্ট অফিসে দীর্ঘদিন ধরে হচ্ছে না চিঠি রেজিস্ট্রি, টেলিগ্রাম। আধার কার্ড তৈরীর জন্য পর্যাপ্ত কর্মী না থাকায় করা যাচ্ছে না আধার কার্ড। যার ফলে সমস্যায় পড়েছেন জামুরিয়া বোরো-১ এলাকার বাসিন্দারা।
জামুরিয়া চেম্বার অফ কমার্সের সহ-সভাপতি মহেশ সাওয়ারিয়া জানান, দীর্ঘদিন সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ পেয়ে তিনি বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে পোস্ট অফিসে গিয়েছিলেন। মহেশবাবু জানান, “পোস্ট অফিসে কোন রেজিস্ট্রির কাজ হচ্ছে না, পোস্ট অফিসে রাখা ফিক্সড ডিপোজিট ম্যাচুরিটির সময় পেরিয়ে গেলেও সাধারণ মানুষকে ঘোরানো হচ্ছে। সরকার থেকে ঘোষণা করা হয়েছে পোস্ট অফিস থেকে আধার কার্ড তৈরি করা যাবে। এই বিষয় নিয়ে বারবার পোস্ট অফিস কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েও কর্মীর অভাব বলে প্রতিবার দায় এড়িয়ে যাচ্ছে। ফলে সাধারণ মানুষ খুবই অসুবিধার মধ্যে রয়েছেন।“
পোস্ট অফিসের এক আধিকারিক অনিমেষ চ্যাটার্জী জানান যে, মানুষের সমস্যা হচ্ছে। কিন্তু কর্মী এবং পরিকাঠামো জন্য তারাও নিরুপায়।