রানী এলিজাবেথের সঙ্গে সাক্ষাতের স্মৃতি ভাগ করে নিলেন জয়শঙ্কর

author-image
Harmeet
New Update
রানী এলিজাবেথের সঙ্গে সাক্ষাতের স্মৃতি ভাগ করে নিলেন জয়শঙ্কর



নিজস্ব সংবাদদাতা: রানী এলিজাবেথের সঙ্গে সাক্ষাতের স্মৃতি ভাগ করে নিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার মৃত্যু হয়েছে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের। সোমবার তার মৃত্যুতে শোক বইতে স্বাক্ষর করেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। তারপরেই তিনি ট্যুইট করে নিজের স্মৃতির কথা জানিয়েছেন। তিনি জানান, ২০১৫ সালে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিটেন সফরের সময় তার প্রতিনিধি দলের অংশ ছিলেন।

Queen Elizabeth II Death Live Updates: Queen Elizabeth's coffin arrives at  Edinburgh Palace; King Charles to fly to Scotland to join procession

 ব্রিটেনে রানী দ্বিতীয় এলিজাবেথ তাদেরকে করুণাময় স্বাগত জানিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, "রানী দ্বিতীয় এলিজাবেথ ভারতের একজন বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী হিসাবে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবেন"।

Operation London Bridge: Inside the 10-day plan after Queen Elizabeth II's  death : NPR