নিজস্ব সংবাদদাতা : স্টেশনে যাত্রীদের অপেক্ষায় দাঁড়িয়ে ট্রেন। যাত্রীরা একে একে উঠতে শুরু করেছেন। কেউ কেউ আবার নিজের সিটে বসেও পড়েছেন। সেই ট্রেনেরই বিশেষভাবে সক্ষম এক যাত্রীকে পাঁজাকোলা করে ট্রেনে উঠিয়ে দিতে দেখা গেল এক আরপিএফ কর্মীকে। শুধু তাই নয়, আরেকজনের সাহায্য নিয়ে তিনি ওই যাত্রীকে নিজের সিটে পর্যন্ত বসিয়ে দেন। রতীয় প্রশাসনিক পরিষেবা (আইএএস) অফিসার সুপ্রিয়া সাহু নেট দুনিয়ায় সেই ভিডিও আপলোড করার পর থেকেই নেটিজেনরা কুর্নিশ জানাচ্ছেন ওই রেলপুলিশের কর্মীকে। ভিডিও থেকে জানা যায়, সাহায্যকারী ওই রেলপুলিশ কর্মীর নাম সারাভানান। তিনি আরপিএফের এসআই পদে রয়েছেন। সুপ্রিয়া সাহু ভিডিওর ক্যাপশানে লিখেছেন, 'আমাদের তার মতো আরও লোকের প্রয়োজন।'
তামিলনাড়ুর ইরুধাচলম স্টেশনের ঘটনা।