হরি ঘোষ, জামুড়িয়া : নাকা চেকিংয়ের বড় সাফল্য পেল পশ্চিম বর্ধমানের জামুরিয়া থানার পুলিশ।ফ্লিপকার্ট সংস্থার গাড়িতে পাওয়া গেল কয়লা। পুলিশ সূত্রে খবর, জামুড়িয়া থেকে রানীগঞ্জ যাওয়ার পথে বিজপুর সংলগ্ন এরিয়ায় নাকা চেকিং হচ্ছিল রবিবার বিকেল বেলায়।জানা যায়, সেই নাকা চেকিংয়ের সময় একটা দুধের গাড়ি দাঁড় করানো হয় এবং তার পেপার চেক করা হয়। এরপর দুধের গাড়ির পেছনের গেট খুলতেই অবাক হয়ে যান নাকা চেকিং করা পুলিশ আধিকারিকরা।গেট খুলতেই দেখা যায় দুধের গাড়িতে ভর্তি বস্তায় বোঝাই করা অবৈধ কয়লা। পুলিশ সূত্রের আরো খবর, এই কারবার থানার কাছে অনেকদিন ধরে চলে আসছিল। এই কারবার তারা অনেকদিন ধরেই করছিল কিন্তু কোনওমতেই তাদেরকে ধরা যাচ্ছিল না।অবশেষে গত কাল সন্ধ্যা নাগাদ এই গাড়িটি ধরা পড়ে।
সূত্রের খবর অনুযায়ী, আগেও বেশ কিছুদিন আগে জামুড়িয়া থানার পুলিশ ধাওয়া করে জামুড়িয়ার বেসরকারি কারখানায় গেট থেকে অবৈধ কয়লা বোঝাই করা পিক আপ ভ্যান আটক করেছে।যখন পুরো পশ্চিমবঙ্গে কয়লার বিরুদ্ধে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ ইডি, সিবিআই-এর প্রভাব পড়েছে এবং তার সাথে জামুড়িয়ায় বেশ কিছু বেসরকারি কারখানার বিরুদ্ধে অবৈধ কয়লা নেওয়ার অভিযোগ জমা পড়েছে বলে সূত্রের খবর। তবুও এখনো পর্যন্ত জামুড়িয়ায় বেশকিছু কারখানা অবৈধ ভাবে রাতের অন্ধকারে অবৈধ কয়লা ঢোকাচ্ছে বলে অভিযোগ।যদিও এই কয়লা কারবারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে জামুড়িয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর অনুযায়ী, এই বিষয়ে একাধিক ব্যক্তির ওপর কয়লা কেস করা হয়েছে এবং একাধিক কয়লা মাফিয়াকে কয়লার কেসে আটক করা হয়েছে, এও জানা যায় যে আরো বেশ কিছু কোল মাফিয়ার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। যদিও জামুড়িয়া এলাকার বেশ কিছু কয়লা মাফিয়া এলাকা ছেড়ে পালিয়েছে বলেই সূত্রের খবর।