নিজস্ব সংবাদদাতাঃ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রবিবার জেদ্দায় সৌদি আরবের ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমন আল সৌদের সঙ্গে দেখা করে দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সম্পর্কে অবহিত করেন। এক টুইট বার্তায় জয়শঙ্কর লিখেছেন, 'আজ সন্ধ্যায় জেদ্দায় এইচআরএইচ ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উষ্ণ শুভেচ্ছা জানান। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি সম্পর্কে তাঁকে অবহিত করেন। আমাদের সম্পর্ক সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি ভাগ করে নেওয়ার জন্য তাকে ধন্যবাদ।" তিনি বলেন, 'আজ বিকেলে সৌদি পররাষ্ট্রমন্ত্রী এইচএইচ প্রিন্স ফয়সালবিন ফারহানের সঙ্গে উষ্ণ ও ফলপ্রসূ বৈঠক হয়েছে। ভারত-সৌদি অংশীদারিত্ব পরিষদের রাজনৈতিক, নিরাপত্তা, সামাজিক ও সাংস্কৃতিক কমিটির সহ-সভাপতিত্ব করেন"।