নিজস্ব সংবাদদাতাঃ বেশ কিছুদিন ধরে ইউক্রেন দক্ষিণাঞ্চলে রাশিয়ার দখলকৃত অঞ্চল মুক্ত করতে অভিযান শুরু করার কথা বলে আসছিলেন দেশটির সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। দক্ষিণাঞ্চলের পাল্টা আক্রমণ নিয়ে ঢাক-ঢোল পেটালেও আসলে তারা প্রস্তুতি নিচ্ছিল খারকিভ অঞ্চল মুক্ত করার অভিযানে। ইউক্রেনের স্পেশাল ফোর্স বলছে, দক্ষিণাঞ্চলে আক্রমণের কথা বলা হচ্ছিল মূলত রাশিয়ার মনোযোগ আকর্ষণের জন্য। এটি ছিল একটি বিভ্রান্তিমূলক প্রচারণা। যাতে করে রাশিয়াকে কৌশলে বিভ্রান্ত করা যায়। শনিবার গুরুত্বপূর্ণ ইজিউম শহরে প্রধান ঘাঁটি থেকে রুশ সেনাদের অস্ত্র-গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম রেখে পালিয়ে যাওয়ার পর ইউক্রেনীয়দের এই কৌশল কাজে লেগেছে বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেনীয় সেনাবাহিনী দেশটির উত্তর-পূর্বাঞ্চলে রাশিয়ার দখলকৃত অঞ্চল মুক্ত করতে অপ্রত্যাশিত ও দ্রুত অগ্রগতি অর্জন করছে। মাত্র তিনদিনে দখলকৃত খারকিভ অঞ্চলের এক-তৃতীয়াংশ তারা মুক্ত করতে সফল হয়েছে। শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ইউক্রেনের ভূখণ্ড মুক্ত করার কথা নিশ্চিত করেছে।