বন্যাকবলিত পাকিস্তানে মানুষদের আশ্রয় দিচ্ছে হিন্দু মন্দির

author-image
Harmeet
New Update
বন্যাকবলিত পাকিস্তানে মানুষদের আশ্রয় দিচ্ছে হিন্দু মন্দির

​নিজস্ব সংবাদদাতাঃ মানবিকতার নজির পাকিস্তানে। বিপর্যয়কর বন্যাকবলিত পাকিস্তান জুড়ে লক্ষ লক্ষ মানুষ মরিয়া হয়ে বাস্তুচ্যুত হয়ে সাহায্যের অপেক্ষায় রয়েছেন। বেলুচিস্তানের একটি ছোট্ট গ্রামের একটি হিন্দু মন্দির প্রায় ২০০ থেকে ৩০০ জন বন্যা কবলিত মানুষকে খাদ্য ও আশ্রয় প্রদান করে অন্ধকারে আলোকিত করেছে, যাদের বেশিরভাগই মুসলমান। 
































উঁচু জমিতে অবস্থিত, কাছি জেলার জালাল খান গ্রামের বাবা মাধোদাস মন্দিরটি বন্যার জল থেকে তুলনামূলকভাবে নিরাপদে রয়েছে এবং তাদের সবচেয়ে খারাপ সময়ে বন্যা-দুর্গত লোকেদের জন্য একটি আশ্রয় হিসেবে কাজ করেছে।