প্রয়াত হলেন ভারত ছাড়ো আন্দোলনের অন্যতম পথিকৃত দ্বারকা শঙ্করাচার্য

author-image
Harmeet
New Update
প্রয়াত হলেন ভারত ছাড়ো আন্দোলনের অন্যতম পথিকৃত দ্বারকা শঙ্করাচার্য

নিজস্ব সংবাদদাতাঃ রবিবার ৯৯ বছর বয়সে দ্বারকা শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী প্রয়াত হলেন। জানা গিয়েছে, রবিবার মধ্যপ্রদেশের নরসিংহপুরে তিনি মারা গেছেন। জানা গিয়েছে, রাত ৩টে নাগাদ নিজের আশ্রমেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কিছুদিন আগেই ৯৯তম জন্মদিন পালন করেছেন জাঁকজমকের সঙ্গে। তিনি ১৯২৪ সালের ২ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন দ্বারকা ও জ্যোতির্মথ প্যাচের শঙ্করাচার্য। শঙ্করাচার্য স্বরূপানন্দও দেশের স্বাধীনতার জন্য ব্রিটিশদের মুখোমুখি হয়েছিলেন। তার শৈশবের নাম ছিল পোথিরাম। তিনি কাশীর করপাত্রী মহারাজের কাছ থেকে ধর্মের শিক্ষা গ্রহণ করেছিলেন। ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনের সময়ও তিনি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। দু'বার জেলও খেটেছেন তিনি। ১৯৮৯ সালে তিনি শঙ্করাচার্য উপাধি লাভ করেন। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।