নিজস্ব সংবাদদাতাঃ দরজায় করা নাড়ছে দুর্গাপুজো। আর পুজো মানেই কেনাকাটা বা শপিং। কলকাতার অন্যতম কেনাকাটার স্থল হিসেবে এখনও বাঙালির মননে রয়েছে সেই হাতিবাগান। কম দামে জামা-কাপড় বা অন্যান্য সামগ্রী কিনতে হাতিবাগানে ভিড় জমান অগুনতি মানুষ। সন্ধ্যায় হাতিবাগানের ভিড় এখনও অমলীন। উত্তর কলকাতার ঐতিহ্যে সঙ্গে থিম পুজো, হাল ফ্যাশানের সামগ্রীর এক যুগ্মস্থল।