ইডি-সিবিআইকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, মিছিল থেকে অভিযোগ

author-image
Harmeet
New Update
ইডি-সিবিআইকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, মিছিল থেকে অভিযোগ

হরি ঘোষ, দুর্গাপুরঃ ইডি, সিবিআই-কে রাজনৈতিকভাবে ব্যবহার করে বাংলার মানুষকে অযথা হেনস্থা করা হচ্ছে, এমনই অভিযোগ তুলে দুর্গাপুরের ক্লাব সমন্বয়ের তরফে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। দুর্গাপুর মহকুমার প্রায় ৭০ টি ক্লাবের কর্মকর্তারা এই মিছিলে পা মেলান। এছাড়াও উক্ত প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন দুর্গাপুরের একাধিক প্রাক্তন কাউন্সিলর ও দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যান অমিতাভ বন্দ্যোপাধ্যায় ও প্রশাসকমণ্ডলী সদস্য দীপঙ্কর লাহা। মিছিলটি চণ্ডীদাস মার্কেট সংলগ্ন মার্কনি ক্লাব থেকে শুরু হয়ে ভগৎ সিংয়ের মোড়ে শেষ হয়।