'মিসাইল ম্যান'এর কয়েকটি উক্তি যা বদলে দেবে আপনার জীবন

author-image
Harmeet
New Update
'মিসাইল ম্যান'এর কয়েকটি উক্তি যা বদলে দেবে আপনার জীবন

নিজস্ব সংবাদদাতাঃ আজ ভারতের মিসাইল ম্যান তথা এপিজে আব্দুল কালামের জন্মদিন। কালাম ভারতের একাদশতম রাষ্ট্রপতি ছিলেন। ২০০২ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন কালাম। শুধু তাই নয়, কালাম তার কর্মজীবন শুরু করেছিলেন একজন বিজ্ঞানী হিসেবে। তাঁর হাত ধরেই ভারত পরমাণু অস্ত্রধর দেশ হিসেবে বিশ্বসভায় স্থান পায়। কালাম তাঁর জীবনে এমন অনেক উক্তি করে গেছেন যা সকলের ঠোঁটস্ত। অনেকের জীবনও বদলে দিয়েছে তাঁর বানী। 

যেমন

১) স্বপ্ন সেটা নয়, যেটা তুমি ঘুমিয়ে দেখো। স্বপ্ন সেটা যেটা তোমায় ঘুমোতে দেয় না।

২) সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে।

৩) যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না; তাদের অর্জন অন্ত:সারশূন্য, উৎসাহহীন সাফল্য চারদিকে তিক্ততার উদ্ভব ঘটায়।

৪) যদি তুমি তোমার কাজকে স্যালুট কর, দেখো তোমায় আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান কর, অমর্যাদা কর, ফাঁকি দাও, তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে।