নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্র সরকারের উচিত মারাঠি ভাষাকে উন্নীত করার জন্য তাদের নীতিকে গুরুত্ব সহকারে বাস্তবায়ন করা, এমনটাই আজ জানাল মুম্বাই হাইকোর্ট। এছাড়াও ওই রাজ্যের সরকারকে নির্দেশ দিয়ে বলেছে যে রাজ্যে পাবলিক প্রসিকিউটর নিয়োগ পরীক্ষা মারাঠিতেও করতে হবে।
বিচারপতি এস ভি গঙ্গাপুরওয়ালা এবং আর এন লাড্ডার একটি ডিভিশন বেঞ্চ ৭ সেপ্টেম্বর জনৈক প্রতাপ যাদবের দায়ের করা একটি পিটিশনে আদেশ দেয়, যাতে পাবলিক প্রসিকিউটর পদের জন্য পরীক্ষা শুধুমাত্র ইংরেজির পরিবর্তে মারাঠিতেও নেওয়া হয়।