নিজস্ব সংবাদদাতাঃ জুবিন নওটিয়াল আমেরিকায় নিজের আসন্ন কনসার্টের কথা ঘোষণা করার পর থেকেই 'অ্যারেস্ট জুবিন নওটিয়াল' ট্রেন্ডে গোটা সোশ্যাল ছেয়ে গিয়েছে। তবে এদিন তিনি তাঁর ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে একটি আপডেট শেয়ার করেছেন। গায়ক শুধু ভক্তদের 'গুজবে মন খারাপ' না করার জন্যই বলেননি, তিনি তাঁর দেশকে ভালোবাসেন বলেও জানিয়েছেন।
জানা গিয়েছে যে ওই শো অনেক আগেই বাতিল করে দিয়েছিলেন তিনি।