৮ কিলোমিটার বেহাল রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনার অভিযোগ

author-image
Harmeet
New Update
৮ কিলোমিটার বেহাল রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ঝড়গ্রামঃ ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিনীর ডাহি মোড় থেকে চুনপাড়া পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। এই ৮ কিলোমিটার রাস্তার মাঝেই কাশিডাঙ্গার পোল থেকে রোহিনীর ডাহি মোড় পর্যন্ত রাস্তার প্রায় তিন কিলোমিটার কাজ শুরু হয়েছে। কাশিডাঙ্গার পোল থেকে চুনপাড়া পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার কাজ কবে শুরু হবে তা গ্রামবাসীদের জানা নেই। স্থানীয় বাসিন্দা রামচন্দ্র মাহাতো বলেন, রাস্তাটির অবস্থা বেহাল হয়ে পড়েছে। এক হাত অন্তর গর্ত হয়ে গিয়েছে, খানাখন্দে ভর্তি। প্রতিনিয়ত দুর্ঘটনার ঘটনা ঘটছে। ছেলে-মেয়েরা স্কুল যেতে পারছে না ঠিক সময়ে। যার ফলে সমস্যা দেখা দিয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে টোটো চালকরা ওই রাস্তা দিয়ে টোটো চালায়। বাইক আরোহীদের খুব কষ্টের মধ্যে ওই রাস্তা দিয়ে বাইক নিয়ে যেতে হয়। সাইকেল চালিয়েও যাতায়াত করা যায়নি। রাস্তা খারাপ হওয়ায় ওই এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বারবার প্রশাসনকে জানিয়েও রাস্তাটি মেরামত করার কোনও উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। যে তিন কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়েছে তাও ঠিকভাবে হচ্ছে না বলে এলাকার বাসিন্দাদের অভিযোগ। কবে ওই বেহাল রাস্তাটি মেরামত করা হবে সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা। যদি ওই রাস্তাটিকে মেরামত করার কাজ শুরু করা না হয়, তাহলে গ্রামবাসীরা বাধ্য হবেন আন্দোলন শুরু করতে বলে ওই এলাকার বাসিন্দারা জানান। রাস্তাটি যে বেহাল অবস্থায় রয়েছে তা কার্যত তিনি স্বীকার করে নিয়েছেন সাঁকরাইল ব্লকের বিডিও রথীন বিশ্বাস। তিনি বলেন, ওই রাস্তার তিন কিলোমিটার মেরামতের কাজ শুরু হয়েছে। আস্তে আস্তে বাকি পাঁচ কিলোমিটার রাস্তার কাজ শুরু করা হবে। ব্লক প্রশাসনের কাছে অভিযোগ এসেছে, বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। তবে তিনি আশা করেন যে ধাপে ধাপে ওই রাস্তাটি মেরামত করার কাজ সম্পন্ন করা হবে। সেই সঙ্গে তিনি বলেন, বৃষ্টির সময় রাস্তাটি একেবারে খারাপ হয়ে গিয়েছিল। তবে যাতে দ্রুত রাস্তাটি মেরামত করার কাজ সম্পন্ন করা হয়, সে বিষয়ে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।