নিজস্ব সংবাদদাতাঃ বাগুইআটি কাণ্ডে দুই স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে অশান্ত রাজ্যে। এরই মাঝে এই ঘটনার ছায়া এবার বীরভূমে। ইলামবাজারের জঙ্গল থেকে উদ্ধার নিখোঁজ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ক্ষত বিক্ষত দেহ।
সূত্রের খবর, 'শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া সৈয়দ সালাউদ্দিন। ওই পড়ুয়ার পরিবারের দাবি, গতকাল রাত ১২টা নাগাদ ৩০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে প্রথম ফোন আসে। এই ফোন আসে সালাউদ্দিনের নম্বর থেকেই। এরপর মল্লারপুর থানায় জানানোর পর আসে দ্বিতীয় হুমকি।' পুলিশ জানিয়েছে, টাওয়ার লোকেশন ট্র্যাক করে ইলামবাজার থেকে গ্রেফতার করা হয়েছে সালাউদ্দিনের বন্ধু সলমনকে।