আপনারও কি ভূত দেখার খুব ইচ্ছা? তাহলে ঢুঁ মারুন এই জায়গাগুলিতে

author-image
Harmeet
New Update
আপনারও কি ভূত দেখার খুব ইচ্ছা? তাহলে ঢুঁ মারুন এই জায়গাগুলিতে

নিজস্ব সংবাদদাতাঃ আপনারও কি খুব ভূত দেখার শখ আছে? তাহলে দেরি কেন? কলকাতার কয়েকটি জায়গায় ঢুঁ মারুন। যেমন... গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস দ্বারা নির্মিত আলিপুরের পুরনো ভবনটি হেস্টিংস হাউস নামে পরিচিত। এই কলেজের অনেক ছাত্রীই এখানে রহস্যময় এক ব্যক্তিকে ঘুরে বেড়াতে দেখেছেন।

 তিনি পায়ে হেঁটে নন, ঘুরে বেড়ান ঘোড়ায় চড়ে। এছাড়া ভূত দেখার ইচ্ছা থাকলে চলে যেতে পারেন রবীন্দ্র সরোবর স্টেশনে । অনেকেই বলেছেন যে তারা ছায়ামূর্তি সরে গেল অথবা কানে ব্যাখ্যাহীন চিৎকার শুনেছেন। শুধু তাই নয়, ন্যাশনাল লায়ব্রেরির অনেক রক্ষী রাতের অন্ধকারে এক মহিলার কান্নার আওয়াজ পেয়েছেন। অনেকে বলেন লর্ড মেটক্যাফের স্ত্রীর আত্মা এখনও এখানে ঘুরে বেড়ায়।