আমেরিকার পক্ষে আবারও বিশ্বকে নেতৃত্ব দেওয়া সম্ভব: বাইডেন

author-image
Harmeet
New Update
আমেরিকার পক্ষে আবারও বিশ্বকে নেতৃত্ব দেওয়া সম্ভব: বাইডেন


নিজস্ব সংবাদদাতা: আমেরিকার পক্ষে আবারও বিশ্বকে নেতৃত্ব দেওয়া সম্ভব বলে জানালেন রাষ্ট্রপতি জো বাইডেন। ইতিপূর্বেই তিনি দাবি করেছেন গতবছরের তুলনায় আমেরিকায় চলতি বছরে ১১৬ শতাংশ উৎপাদন বৃদ্ধি হয়েছে। 

New details revealed about Biden's busing record: Why was he so strongly  opposed?

এবার তিনি দাবি করেছেন, উৎপাদনের ক্ষেত্রে আমেরিকা বিশ্বকে আবারও নেতৃত্ব দিতে প্রস্তুত। তিনি বলেন, "আমরা আমেরিকাকে আবারও উৎপাদনের ক্ষেত্রে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করে তুলছি"।

Joe Biden talks electability, debates and race with black journalists - ABC  News