ডোনাল্ড ট্রাম্পের দিকে নিশানা বাইডেনের

author-image
Harmeet
New Update
ডোনাল্ড ট্রাম্পের দিকে নিশানা বাইডেনের



নিজস্ব সংবাদদাতা: এবার আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে নিশানা করলেন বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেন। তিনি ডোনাল্ড ট্রাম্পের MAGA বাহিনীকে আমেরিকার জন্য ক্ষতিকর বলে দাবি করেছেন। 

Donald Trump Suggests 'Second Amendment People' Could Act Against Hillary  Clinton - The New York Times

তিনি বলেন, "MAGA বাহিনী এই দেশটিকে এমন একটি আমেরিকাতে নিয়ে যেতে বদ্ধপরিকর যেখানে বেছে নেওয়ার অধিকার নেই, গোপনীয়তার অধিকার নেই, গর্ভনিরোধের অধিকার নেই, যাকে আপনি ভালোবাসেন তাকে বিয়ে করার অধিকার নেই৷ তবে একসাথে, আমরা সামনের একটি ভিন্ন পথ বেছে নিতে পারি"।

New details revealed about Biden's busing record: Why was he so strongly  opposed?