নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রের নন্দুরবার জেলায় একটি বেসরকারী বিলাসবহুল বাস দুর্ঘটনার কবলে পড়ল। বাসটিতে ৩০ জন যাত্রী ছিলেন বলে খবর। দুর্ঘটনায় আহত হয়েছেন ৮-১০ জনেরও বেশি যাত্রী। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করা হয়। বাসটি পিম্পলনার থেকে যাচ্ছিল। এদিকে, ট্রেনটি নন্দুরবারের নবপুর তালুকের চরণমাল ঘাটে পৌঁছায়। এদিকে, চরণমাল ঘাটে দ্রুত গতিতে চালকের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া হয়। বাসটি উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৮ থেকে ১০ জন যাত্রী। আহতদের নবপুরের একটি উপ-জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রবল বৃষ্টিতে উল্টে যায় বাসটি। বাসটিতে ৩০ জন যাত্রী ছিলেন।