নিজস্ব সংবাদদাতা: কেরালার ভিঝিনজামে আদানি বন্দর প্রকল্পের বিরুদ্ধে মৎসজীবীরা প্রতিবাদ জানিয়েছে। মৎসজীবীদের দাবি বন্দর নির্মাণের ফলে উপকূলীয় জমির ক্ষতি হতে পারে। /)
এবার মৎসজীবীদের প্রতিবাদে তাদের পাশে দাঁড়ালো কেরালার একাধিক চার্চ। সমুদ্র ভাঙনের স্থায়ী সমাধানের দাবি করছেন মৎসজীবীরা।/)