বেআইনিভাবে রেলের টিকিট বিক্রির অভিযোগে ধৃত এক যুবক

author-image
Harmeet
New Update
বেআইনিভাবে রেলের টিকিট বিক্রির অভিযোগে ধৃত এক যুবক

নিজস্ব প্রতিনিধী, পশ্চিম মেদিনীপুর:- কেশপুর থেকে ফের বেআইনি রেলের টিকিট বিক্রির অভিযোগে একজনকে গ্রেফতার করল আরপিএফ! কেশপুরের ফরুরমোড়ের একটি দোকানে বেআইনিভাবে রেলের টিকিট বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ। আরপিএফ জানিয়েছে, ধৃতের নাম বাপ্পাসুদ্দিন। তার বাড়ি কেশপুর থানা এলাকার সরিষাখোলা এলাকার পিতাম্বরচকে। তার কাছ থেকে একাধিক রেলের টিকিট পাওয়া গিয়েছে বলেও জানিয়েছে আরপিএফ। আরপিএফ জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই কেশপুরে রেল‌ের টিকিট বিক্রির অভিযোগ উঠছিল। কিছুদিন আগেই এই অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছিল। ফের শনিবার সন্ধ্যায় তল্লাশি চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে। আরপিএফের আধিকারিক বি কে যাদব জানিয়েছেন, ধৃতের কাছ থেকে ৫টি লাইভ টিকিট উদ্ধার হয়েছে। যার মূল্য প্রায় ৮৬৯৪ টাকা। এছাড়াও পুরনো টিকিট নিলেছে ২৮টি। যার মূল্য প্রায় ৫৩ হাজার ৭৮৩টাকা। এছাড়াও নগদ দেড় হাজার টাকা, একটি কম্পিউটার, মোবাইল উদ্ধার করা হয়েছে।