অল্প স্বল্প মদ খেলে ঝুকি কমে হার্ট অ্যাটাকের

author-image
Harmeet
New Update
অল্প স্বল্প মদ খেলে ঝুকি কমে হার্ট অ্যাটাকের

​নিজস্ব সংবাদদাতাঃ যাঁরা প্রত্যেকদিন ৮ গ্রাম মদ্যপান করে থাকেন, তাঁদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক হলে ২৭% মৃত্যু হওয়ার ঝুঁকি থাকে না। যাঁরা ৭ গ্রাম করে প্রত্যেকদিন অ্যালকহল খান তাদের ঝুঁকি ২১% কম। তবে এই পরিসংখ্যান যাঁরা মদ্যপান করেন না তাঁদের তুলনায়, সবটাই মানুষের স্বাস্থ্যের উপর নির্ভর করেছে এটি একটি গড় হিসাব। কিন্তু যদি প্রত্যেকদিন ১৫ গ্রামের ঊর্ধ্বে পৌঁছে যায় অ্যালকহল খাওয়ার পরিমাণ সেক্ষেত্রে ঝুঁকি ক্রমশ বাড়তে থাকবে। বিশেষজ্ঞ Chengyi Ding-র কথায়, "আমাদের অনুসন্ধানে দেখা গেছে যে অতিরিক্ত হার্ট অ্যাটাক, স্ট্রোক প্রতিরোধের জন্য সিভিডি (কার্ডিওভাসকুলার ডিজিজ )যুক্ত ব্যক্তিদের মদ্যপান বন্ধ করার প্রয়োজন নেই, তবে তারা তাঁদের সাপ্তাহিক অ্যালকহল গ্রহণ কমানোর জন্য ভাবনাচিন্তা করতে পারেন,"