'অভিশপ্ত' কোহিনূর পরলে বিপদ পুরুষদের!

author-image
Harmeet
New Update
'অভিশপ্ত' কোহিনূর পরলে বিপদ পুরুষদের!

নিজস্ব সংবাদদাতাঃ  গত বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে মৃত্যু হয় ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথের। টানা ৭০ বছর ইংল্যান্ডের রাজমুকুট ছিল তাঁর মাথায়। আর তাতেই গাঁথা কোহিনূর। দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর এবার তাঁর পরবর্তী প্রজন্মের কাছে যেতে চলেছে এই হিরে। দ্বিতীয় এলিজাবেথের পর ইংল্যান্ডের রাজার দায়িত্ব পেয়েছেন চার্লস। ৭২ বছর বয়সে প্রিন্স চার্লস থেকে রাজা তৃতীয় চার্লস হলেন তিনি। 






কারণ ভারতের গোলকোণ্ডা থেকে পাওয়া যাওয়া ১০৫.৬ ক্যারাটের এই হিরের সঙ্গে অভিশাপ জড়িয়ে আছে বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে কোহিনূর হয় দেবতা, নয়তো নারী পরতে পারেন। পুরুষের কখনোই এই রত্ন সহ্য হয় না বলে প্রচলিত বিশ্বাস। ইতিহাসে দেখা গিয়েছে, যতবারই কোনও পুরুষ কোহিনূর ধারণ করেছেন, ততবারই দুর্ভাগ্য নেমে এসেছে তাঁর জীবনে। ইংল্যান্ডের রাজবংশেও রাজা নন, রানিই এই হিরের অধিকারী হন। তাই দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর চার্লসের দ্বিতীয় স্ত্রী ক্যামেলিয়া পার্কার এই হিরেটির অধিকারী হয়েছেন।