নিজস্ব সংবাদদাতা: বাতিল করা হল কৌতুক অভিনেতা কুণাল কামরার শো। হরিয়ানার গুরুগ্রামে তার এই শোটি হওয়ার কথা ছিল| জানা যাচ্ছে তার বিরুদ্ধে বজরং দলের কিছু লোক নির্দিষ্ট ধর্ম নিয়ে রসিকতা করার অভিযোগ এনেছেন।
/)
এই অভিযোগের ভিত্তিতেই আয়োজকরা শো বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।আয়োজকদের তরফে জানানো হয়েছে, কারও ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধে আঘাত করতে চান না তারা, তাই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
/)