নিজস্ব সংবাদদাতাঃ ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলে শনিবার ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। কোনও ধরনের সুনামি সতর্কতাও জারি করা হয়নি। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বিয়াক দ্বীপের পূর্ব-উত্তরপূর্বে ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরে। এর আগে শনিবার একই স্থানে ৬.১, ৫.৯ এবং ৫.৫ মাত্রার আরও কয়েকটি ভূমিকম্প আঘাত হানে।