নিজস্ব প্রতিনিধি, উত্তর প্রদেশঃ প্রতিদিন ৪০ হাজার কর্মচারী ৮ বছর ধরে কাজ করেছেন একটি ফোর্টে। কোথায়? জানাবে এএনএম নিউজ।
প্রতিদিন চল্লিশ হাজার কর্মচারী কাজ করেছেন ৮ বছর ধরে। যে ফোর্টে কাজ হয়েছিল উত্তর প্রদেশের আগ্রায়। যেখানে আকবর থেকে শাজাহান, শাজাহান থেকে ঔরঙ্গজেবের কাহিনী রয়েছে। হ্যাঁ, সেই আগ্রা ফোর্টের কথা বলা হচ্ছে। ১৫৬৫ সাল থেকে যার শুভ সূচনা করেছিলেন আকবর। বর্তমানে এই আগ্রা ফোর্ট আর্কোলোজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে রয়েছে। বর্তমানে এই আগ্রা ফোর্ট-এ হিন্দী সিনেমা যোদ্ধা, বান্টি আউর বাবলি, মেরে ব্রাদার কি দুলহান ছবির শুটিং হয়েছিল। জাহাঙ্গীর যে সময় রাজা হয়েছিলেন, সেই সময় ব্যবসা করার জন্য ইংরেজরা নুরজাহানকে বলেছিল বলে জানা যায়। আর সেই সময়ই এই ফোর্টে হামলা চালায় ইংরেজরা। বর্তমানে উত্তর প্রেদেশের আগ্রা জেলার এই আগ্রা ফোর্টে দেশ, বিদেশ ও ভারতের বিভিন্ন প্রান্তের পর্যটকরা আসেন। প্রতিদিন দেশ ও বিদেশ মিলিয়ে প্রায় ৪০ হাজার পর্যটক এখানে আসেন। এখানে গাইডকে সঙ্গে নিয়ে পুরো এলাকা ঘুরে দেখলে অনেকটা সুবিধা হয় পর্যটকদের।