রাশিয়ার আচরণে উদ্বেগ যুক্তরাষ্ট্রের

author-image
Harmeet
New Update
রাশিয়ার আচরণে উদ্বেগ যুক্তরাষ্ট্রের

নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার কারাবন্দি বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির সঙ্গে দেশটির সরকারের আচরণে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস নিজ দেশের এমন উদ্বেগের কথা জানান। নেড প্রাইস বলেন, কারাগারে বন্দি বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির প্রতি রুশ সরকারের আচরণে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বলেন, নাভালনিকে ছোটখাটো অভিযোগে নির্জন কারাবাসে রাখা হয়েছে। আইনজীবীর সঙ্গে তার যোগাযোগের ক্ষেত্রেও রাশিয়ার কারা কর্তৃপক্ষ হস্তক্ষেপ করছে। নেড প্রাইস বলেন, অ্যালেক্সি নাভালনির সঙ্গে মস্কোর আচরণ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়রানির একটি প্রমাণ। যুক্তরাষ্ট্র অবিলম্বে তার মুক্তির আহ্বান পুনর্ব্যক্ত করছে।