নিজস্ব সংবাদদাতাঃ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস দুই দিনের সফরে গতকাল শুক্রবার পাকিস্তানে গেছেন। গতকাল দেশটির বন্যাবিধ্বস্ত অঞ্চল পরিদর্শন করেন তিনি। অ্যান্তোনিও গুতেরেস শুক্রবার বলেন, "ভয়াবহ বন্যায় ৩কোটি ৩০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার পর ত্রাণ, পুনরুদ্ধার ও পুনর্বাসনের জন্য পাকিস্তানের ব্যাপক আর্থিক সহায়তা প্রয়োজন এবং এতে ৩০ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।" প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পাশাপাশি ন্যাশনাল ফ্লাড রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টারে (এনএফআরসিসি) এক ব্রিফিংয়ে অংশ নেওয়ার পর জাতিসংঘ মহাসচিবের এই মন্তব্য করেন।