জেলায় জেলায় চলছে মক পার্লামেন্ট

author-image
Harmeet
New Update
জেলায় জেলায় চলছে মক পার্লামেন্ট

দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ পশ্চিমবঙ্গ সরকারের পরিষদীয় দপ্তরের উদ্যোগে জেলায় জেলায়, ব্লকে ব্লকে চলছে মক পার্লামেন্ট সহ প্রশ্নোত্তর পর্ব, তাৎক্ষনিক বক্তৃতা, প্রবন্ধ প্রতিযোগীতা। এমনই মক পার্লামেন্ট আয়োজন করা হয় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বিডিও অফিসের সভাকক্ষে। চন্দ্রকোনা ২ নং ব্লক প্রশাসনের উদ্যোগে শুক্রবার থেকে ব্লকের ৯ টি স্কুলকে নিয়ে দুদিনব্যাপী চলছে এই মক পার্লামেন্ট। 

৯ টি স্কুলের এক একটি স্কুল ১৫ জন করে ছাত্র-ছাত্রী নিয়ে এক একটি দলে ভাগ হয়ে মক পার্লামেন্টের অংশগ্রহণ করে। শনিবার চন্দ্রকোনা ২ ব্লক প্রশাসনের উদ্যোগে বিডিও অফিসের সভাকক্ষে দ্বিতীয় দিনের মক পার্লামেন্টের আয়োজন করা হয়। উপস্থিত ব্লকের বিডিও অমিত ঘোষ সহ ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। দ্বিতীয় দিনের মক পার্লামেন্ট প্রতিযোগিতায় ব্লকের মোট ৬ টি স্কুলের ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করে। এই ৬ টি স্কুলের মধ্যে এক একটি স্কুল থেকে ১৫ জন ছাত্রছাত্রীদের নিয়ে একটি টিম তৈরি করে মোট ৬ টি টিম আজকের মক পার্লামেন্টে অংশ গ্রহণ করে, এমনটাই ব্লক প্রশাসন সূত্রে জানা যায়। 

শুক্রবার ৩ টি স্কুলকে নিয়ে শুরু হয় মক পার্লামেন্টের এই প্রতিযোগিতা। আজকে তার দ্বিতীয় অর্থাৎ শেষ দিন। দুদিন ব্যাপী চলা এই মক পার্লামেন্টে প্রতিযোগিতায় ব্লকের মোট ৯ টি স্কুলের ৯ টি টিম অংশ গ্রহণ করে। এদের মধ্যে ৩ টি টিম প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে। তার মধ্যে প্রথম স্থান অর্জনকারী টিমটি পরবর্তী সময়ে জেলায় গিয়ে মক পার্লামেন্ট প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে বলে ব্লক প্রশাসন সূত্রে জানা যায়। ঠিক যেমন সংসদে হয় একেবারে হুবহু সংসদের আদলেই এই নকল পার্লামেন্টের আয়োজন। যেখানে আলোচনার বিষয়বস্তুতে উঠে আসে ঘাটাল প্লাস্টার প্লান ইস্যু। তা নিয়ে নকল সাংসদরা যেমন সোচ্চার, তেমনই কেন্দ্রের বছরে দু 'কোটি চাকরির প্রস্তুতি থেকে মুল্যবৃদ্ধি সবই উপস্থাপিত হয় এই নকল সংসদে।