নিজস্ব সংবাদদাতা : শ্রাবণ মাসের এই চতুর্থী তিথিতে উদযাপিত হবে মঙ্গলা গৌরী ব্রত, সধবারা স্বামীর দীর্ঘায়ু এবং দাম্পত্যসুখের জন্য সংযমে, উপবাসে এই ব্রত পালন করে থাকেন। এছাড়া এই তিথিতেই শ্রীগণেশের কৃপালাভে উদযাপিত হবে অঙ্গারকী সঙ্কষ্টী চতুর্থী ব্রত।পঞ্জিকা মতে আজ সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ৩৯ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ২৭ জুলাই রাত ৯টা ৫০ মিনিটে । চন্দ্র অস্ত যাবে ২৮ জুলাই সকাল ৮টা ৪২ মিনিটে। সূর্য অবস্থান করবে কর্কট রাশিতে। চন্দ্র অবস্থান করবে কুম্ভ রাশিতে।
শুভ মুহূর্ত- ২৭ জুলাই অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর ১২টা ০০ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১২টা ৫৫ মিনিটে। অমৃতকাল ২৭ জুলাই পড়েনি। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
অশুভ মুহূর্ত- পঞ্জিকা মতে ২৭ জুলাই রাহুকাল শুরু হচ্ছে দুপুর ৩টে ৫১ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ৫টা ৩৩ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।