হরি ঘোষ, দুর্গাপুরঃ সকালে ইঞ্জিনিয়ারিং কলেজের ছয় ছাত্র স্নান করতে নেমেছিল। তলিয়ে যায় এক ছাত্র। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির ছয় ছাত্র আজ সকাল সাতটা নাগাদ দামোদরের দুর্গাপুর ব্যারেজে স্নান করতে নামে। তাদের মধ্যে বি টেক তৃতীয় বর্ষের ছাত্র শুভম সান্তম রাজু তলিয়ে যায়। তাকে বাঁচানোর চেষ্টা করে দুই ছাত্র। তলিয়ে যায় শুভম। সাড়ে দশটা নাগাদ দেহ উদ্ধার করে এলাকার উদ্ধার বাহিনী । তবে এই ঘটনায় মুখ খুলতে চায়নি এনআইটি কর্তৃপক্ষ । ঘটনাস্থলে বড়জোড়া থানার পুলিশ।